বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র্যালি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র্যালি
শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার।
বিশ্ব শিক্ষক দিবস- ২০২৪ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ ০৫|০১|২০২৪ ইং শনিবার সকাল ৯:০০ টায় আনন্দ র্যালী এবং সকাল ১০:০০ টায় আলোচনা সভার আয়োজন করে। অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর শিপ্রা রানী মন্ডলের নেতৃত্বে আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন উপাধ্যক্ষ মহোদয়, বিভাগীয় প্রধানবৃন্দ, উদযাপন কমিটি, অধ্যাপকবৃন্দ এবং সকল পর্যায়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। র্যালী সমাপ্তিতে অধ্যক্ষ মহোদয় অংশগ্রহণকারী সবাইকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সকাল ১০:০০ টায় কলেজ মিলনায়তনে উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড: মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ প্রফেসর শিপ্রা রানী মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মহোদয় ও শিক্ষক পরিষদের সম্পাদক। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কামরুন নাহার ও হিসাব বিজ্ঞানের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব উল আলম। এছাড়া কলেজের চারটি অনুষদের পক্ষ থেকে চারজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিশ্বের সকল শিক্ষকের সম্মানে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সন্চালনার দায়িত্ব পালন করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক শেখ নাজিয়া জাহান। অনুষ্ঠানে শিক্ষক দিবসের মর্যাদা তুলে ধরে মনোমুগ্ধকর আবৃত্তি ও গান পরিবেশন করেন শুদ্ধস্বর এর সদস্যবৃন্দ। পরিশেষে উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ মহোদয় সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।