About Philosophy department

ঐতহ্যিবাহী দর্শন বিভাগ সরকারি তিতুমীর কলজেরে একটি অন্যতম গুরুত্বর্পূণ বিভাগ। ১৯৯৮ সালে স্নাতক সম্মান কোর্সের গোড়াপত্তন হওয়া এই বিভাগে স্নাতকোত্তর শেষ র্পব কোর্সটি চালু হয় ২০০১ সালে। জগৎ ও জীবন সর্ম্পকে জিজ্ঞাসা থেকেই প্রায় আড়াই হাজার বছর র্পূবে সুদূর গ্রীসে দর্শনের উদ্ভব। জ্ঞান, বজ্ঞিান ও মানব সভ্যতার বিবর্তনে যুগান্তকারী অবদান রাখা এই বিদ্যায় প্রতিনিয়ত আলোকিত হচ্ছে বিভাগের শিক্ষার্থীরা।

Message from the Department Head

ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এর মূল লক্ষ্য একবিংশ শতাব্দীতে বাংলাদেশকে একটি তথ্য প্রযুক্তি নির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। সে উদ্দেশ্যকে সামনে রেখে সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগ শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির সংযোজন করে শিক্ষার্থীদের বিশ্বমানব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে দর্শন বিভাগ মাল্টিমিডিয়ার মাধ্যমে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও নিয়মিতভাবে শিক্ষার্থীদের মধ্যে জীবন ঘনিষ্ট এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মতো চলচিত্র ও তথ্যচিত্র প্রদর্শন করে আসছে।

Facts And Figures

0

Students

0

Teachers

0

Office Staff

0

Areas

News & Events