ইংরেজি বিভাগ সরকারি তিতুমীর কলেজের ২২টি বিভাগের একটি। স্বাধীনতা আন্দোলনের সময় তৎকালীন জগন্নাথ কলেজ কেন্দ্রীক ছাত্র আন্দোলনকে দুর্বল করতে কলেজের ডিগ্রি শাখাকে ১৯৬৮ সালে জিন্নাহ কলেজ নামে মহাখালী স্থানান্তর করা হয়। ১৯৭১ সালে স্বাধীনতার পর কলেজের নাম পরিবর্তন করে সরকারি তিতুমীর কলেজ রাখা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই কলেজের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর একটি শক্ত ভিত্তি দেয়ার উদ্দেশ্যে পাঠ পরিক্রমায় ইংরেজি ভাষা ও সাহিত্য সংযোজন করা হয়।
ইংরেজি বিভাগে বর্তমানে স্নাতক সম্মান কোর্সে ৩৬০টি আসন রয়েছে। স্নাতক পর্যায়ে এক হাজার পাঁচশত সাতাশি (১,৫৮৭) জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এছাড়াও স্নাতোকত্তর পর্যায়ে ১১৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন।
সরকারি তিতুমীর কলেজের ওয়েবসাইটের ইংরেজি বিভাগে সবাইকে স্বাগত জানাই। কলেজের মূল ওয়েবসাইটটি আধুনিকীকরণের একটি যুগোপযোগী সিদ্ধান্ত কলেজ প্রশাসন গ্রহণ করেছে। এই পদক্ষেপের ফলে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী সকলের কর্মকান্ড গতিশীল হবে বলে আমি মনে করি। আমি কলেজ প্রশাসনসহ ওয়েবসাইট কমিটিকে ধন্যবাদ জানাই একটি ডাইনামিক সাইট উপহার দেবার জন্য।