সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগঅন্যতম পুরাতন বিভাগ। ৭ মে, ১৯৬৮ সালে কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বাংলা বিভাগ চালু রয়েছে। বাংলা বিভাগে সম্মান কোর্স চালু হয় ৩১ মে, ১৯৭২ সালে। মাস্টার্স প্রথম পর্ব চালু হয় ১১ মে, ২০১৫ সালে। মাস্টার্স শেষ পর্ব চালু হয় ১১ মে, ১৯৯৬ সালে। বর্তমানে বাংলা বিভাগে প্রথম বর্ষে ৩৭২ টি আসন আছে। মাস্টার্স প্রথম পর্বে ২০০ টি এবং মাস্টার্স শেষ পর্বে ২৫০ টি আসন আছে। প্রথম বর্ষ থেকে মাস্টার্স শেষ পর্ব পর্যন্ত সর্বমোট ২৪৫০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। বিভাগে বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুন নাহার এর নেতৃত্বে ১৩ জন শিক্ষক বিভাগে পাঠদানে নিয়োজিত আছেন। নিয়মিত পাঠদানের পাশাপাশি বিভাগে সহশিক্ষা কার্যক্রম চালু আছে। জাতীয় দিবস, বাংলা সাহিত্যের প্রথিতযশা কবি-সাহিত্যিকদের জন্ম-মৃত্যু বার্ষিকী পালন করা হয়। এছাড়া বিভাগের ছাত্র-ছাত্রীরা স্কাউটিং, আবৃত্তি, বিতর্ক, লেখালেখি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সংযুক্ত।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন প্রফেসর কামরুন নাহার। তিনি ১৯৮২ সালে কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এসএসসি এবং ১৯৮৪ সালে কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এইচএসসি পাশ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ(সম্মান) এবং এমএ ডিগ্রি লাভ করেন।প্রফেসর কামরুন নাহার ১৪’শ বিসিএস এর মাধ্যমে ১৯৯৩ সালে বিসিএস(সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেন। ২০০১ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০০৬ সালে সহযোগী অধ্যাপক পদে এবং ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।