স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজে সমাজবিজ্ঞান বিষয়ের সম্মান শ্রেণির যাত্রা শুরু হয় শিক্ষাবর্ষ (২০০৪-২০০৫) থেকে।
(ক) বিভাগের অবস্থানঃ সম্মান ভবনের ৩য় তলা (অফিস কক্ষ -৪৩০৩) এ এর অবস্থান । উল্লেখ্য তখন অত্র কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষকদের কোন পদ ছিল না বিধায় উক্ত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন তৎকালীল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মনোয়ারা খানম। উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে নিম্নলিখিত শিক্ষকদের নিয়ে বিভাগের একাডেমিক কার্যক্রম শুরু হয়।
ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ দেশের অন্যতম স্বনামধন্য একটি কলেজ। এই কলেজের প্রতিটি বিভাগের ওয়েবসাইট আধুনিকীকরনের সিন্ধান্ত নেয়া হয়েছে জেনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম এমন একটি যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন বিধায় তাঁকে জানাই সাধুবাদ। এই সিন্ধান্ত বাস্তবায়নের জন্য তিনি যে ডিজিটাল ও অটোমেশিন কমিটি গঠন করেছেন আশা করি সেই কমিটির আয়ক ও সদস্যগণও নিরলস প্রচেষ্টার মাধ্যমে পদক্ষেপটির বাস্তবায়ন করে আমাদেরকে কৃতজ্ঞতা বশে আবদ্ধ করবেন।