Message from the Department Head

সরকারি তিতুমীর কলেজের প্রাণিবিদ্যা বিভাগ একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বিভাগ। ১৯৯৫ সালে যাত্রা শুরু করে অদ্যবধী বিজ্ঞান শিক্ষায় বিশেষ করে প্রাণিবিদ্যা শিক্ষায় তত্ত্বীয়  ও প্রায়োগিক ক্ষেত্রে দক্ষ জনগোষ্ঠী তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভাগটিতে রয়েছে বেশ কিছু সংখ্যক যোগ্যতাসম্পন্ন, অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী এবং উন্নত ল্যাবরেটরী যার ফলশ্রুতিতে প্রতিবছর এই বিভাগ থেকে অনেক শিক্ষার্থী স্নাতক ও স্নাতোকোত্তর শ্রেণিতে ভাল ফলাফল করে বাস্তব ক্ষেত্রে এই শিক্ষা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে ব্যপক অবদান রাখতে সমর্থ হচ্ছে।

বিজ্ঞান শিক্ষায় বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সে সরকারি তিতুমীর কলেজের প্রাণিবিদ্যা বিভাগে যুগোপযোগী, বাস্তবভিত্তিক ও প্রয়োগিক শিক্ষা অর্জনের সুযোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।