About Zoology Department

শিক্ষার্থী সংখ্যায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম মহাবিদ্যালয় সরকারি তিতুমীর কলেজের একটি বৃহৎ বিভাগ প্রাণিবিদ্যা। ১৯৯৫ সালে মাস্টার্স প্রিলিমিনারী কোর্স এর মাধ্যমে যাত্রা শুরু এই বিভাগের। বর্তমানে বিভাগটি পুরাতন বিজ্ঞান ভবনের ২য় তলায় অবস্থিত হলেও ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ২টি শ্রেণিকক্ষ রয়েছে। বর্তমানে বিভাগে শিক্ষার্থী সংখ্যা প্রায় ১২০০ এবং কর্মরত শিক্ষক ১০ জন। বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক জনাব সাবিনা ইসলাম। এই বিভাগে প্রায় ২০০০০ পুস্তক সমৃদ্ধ একটি সেমিনার গ্রন্থাগার রয়েছে। এছাড়া বিভাগে রয়েছে মিউজিয়াম স্পেসিমেন সম্বলিত ৩টি ল্যাবরেটরী, ৫টি শ্রেণিকক্ষ ও ১টি স্টোর রুম। আরও রয়েছে বিভাগীয় প্রধানের কক্ষ, শিক্ষক কক্ষ ইত্যাদি। প্রাণিবিদ্যা বিভাগে বর্তমানে ৪ বছর মেয়াদী বি.এসসি. (অনার্স) কোর্স, ১ বছর মেয়াদী মাস্টার্স কোর্স, ১ বছর মেয়াদী মাস্টার্স প্রিলিমিনারী কোর্স ও ৩ বছর মেয়াদি ডিগ্রী (পাস) কোর্স এ শিক্ষাদান চলছে। মাস্টার্স শেষ পর্ব কোর্সে কীটতত্ত¡ ও ফিশারিজ শাখায় ডিগ্রী প্রদান করা হয়। অনার্স ১ বর্ষে আসন সংখ্যা ২৫০, মাস্টার্স শেষ পর্বে আসন ২৫০, মাস্টার্স প্রিলিমিনারী তে আসন রয়েছে ১০০। অনার্স ৩য় বর্ষ ও মাস্টার্স শেষ পর্বে সমুদ্র মোহনার প্রাণীকূল ও বাস্তুতন্ত্র পর্যবেক্ষণের জন্য কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপে শিক্ষাসফর অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া অনার্স ১ম বর্ষ ও ২য় বর্ষে যথাক্রমে অমেরুদন্ডী ও মেরুদন্ডী প্রাণী সমৃদ্ধ এলাকায় শিক্ষাসফর অনুষ্ঠিত হয়। অনার্স ৪র্থ বর্ষে কোন গবেষণা কেন্দ্র বা প্রাণীসম্পদ খামার বা হ্যাচারী পরিদর্শনের জন্য শিক্ষাসফর অনুষ্ঠিত হয়। শিক্ষাসফর শেষে বিভাগে সেমিনারের আয়োজন করে থাকে। খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কলেজের বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ স্বতস্ফূর্ত অংশ গ্রহণ করে থাকে। বিভাগের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে জুলজি ক্লাব অব তিতুমীর কলেজের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাণিবৈচিত্র রক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ, প্রাণী সম্পর্কিত দেয়ালিকা প্রকাশ, সেমিনার আয়োজন, বৃক্ষরোপণ প্রাণিরক্ষাসহ বিভিন্ন মহতী উদ্যোগের সাথে ক্লাবের নাম জরিয়ে আছে।