About sociology department
স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজে সমাজবিজ্ঞান বিষয়ের সম্মান শ্রেণির যাত্রা শুরু হয় শিক্ষাবর্ষ (২০০৪-২০০৫) থেকে।
(ক) বিভাগের অবস্থানঃ সম্মান ভবনের ৩য় তলা (অফিস কক্ষ -৪৩০৩) এ এর অবস্থান । উল্লেখ্য তখন অত্র কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষকদের কোন পদ ছিল না বিধায় উক্ত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন তৎকালীল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মনোয়ারা খানম। উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে নিম্নলিখিত শিক্ষকদের নিয়ে বিভাগের একাডেমিক কার্যক্রম শুরু হয়।
(খ) ২০০৪-২০০৫ সালে একাডেমিক দায়িত্ব প্রাপ্ত শিক্ষদের তালিকা।
ক্রমিক নং | শিক্ষকগণের নাম | পদবী | মূলকর্মস্থাল |
---|---|---|---|
০১ | জনাব ড. নীলুফার বেগম নীলু | অধ্যাপক | জগন্নাথ বিশ্ববিদ্যালয় (প্রষণে) |
০২ | জনাব ড.সৈয়দা শাহনাজ বেগম | সহযোগী অধ্যাপক | জগন্নাথ বিশ্ববিদ্যালয় (প্রষণে) |
০৩ | জনাব মুশিদ আল হাসান | সহযোগী অধ্যাপক | জাতীয় বিশ্ববিদ্যালয় |
০৪ | জনাব আল হাসান | প্রভাষক | শান্তা মারিয়া বিশ্ববিদ্যালয় |
উল্লেখ্য যে উপরোক্ত শিক্ষকগন উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ক্রমে শুধু একাডেমিক বিষয়ের দায়িত্বে ছিলেন এবং তারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনারে বসতেন। উপরোক্ত শিক্ষাকগন ২৫/১০/২০০৮ইং তারিখ (তিন বছর) পর্যান্ত অত্র বিভাগের একাডেমিক দায়িত্ব পালন করেন। ২৬/১০/২০০৮ইং তারিখে জনাব শফিউল আমান খান মজলিশ ,সহকারী অধ্যাপক কে পদায়ন দিলে তার নেতৃেত্ব বিভাগের কার্যক্রম শুরু হয়। এরপর জনাব তালাত সুলতানা সহযোগী অধ্যাপক ,৫/১১/২০০৮ ইং তারিখে অত্র বিভাগে যোগদান করলে সমাজবিজ্ঞান বিভাগ সম্মান ভবনে(বর্তমান কক্ষে নং ৪৩০৪ ) স্থানান্তর করা হয়। উল্লেখ্য যে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে চালু হয়। ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণির শিক্ষার্থী সংখ্যা ছিল ১৭৫ জন । এর পর জাতীয় বিশ্ববিদ্যালয় ১ম ধাপে বৃদ্ধি করে ২২৫ জন করে এবং ২য় ধাপে বৃদ্ধি করে ২৩৫ জন করা হয়।
বর্তমান শিক্ষার্থীর আসন সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যার তালিকা নিম্নে প্রদান করা হলো:
ক্রমিক নং | কোর্স | প্রবর্তনের সাল | বর্তমান আসন সংখ্যা | বর্তমান শিক্ষার্থীর সংখ্যা |
---|---|---|---|---|
০১ | অনার্স | ২০০৪-২০০৫ | ২৩৬ | ৯১৬ |
০২ | মাস্টার্স শেষ পর্ব | ২০০৮-২০০৯ | ৩০০ | ২৫৪ |
মোট | ৫৩৬ | ১১৭০ |
পূর্বে এ বিভাগটি অন্যান্য বিভাগের ন্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্ন্তগত ছিল। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।
(গ) নিম্নে ২৬/১০/২০০৮ইং তারিখ থেকে বর্তমান পর্যন্ত শিক্ষকগণের ধারাবাহিক একটি তালিকা প্রদান করা হলো।
শিক্ষকবৃন্দের তথ্য :
ক্রমিক নং | শিক্ষকগণের নাম | পদবী |
---|---|---|
০১ | জনাব মোঃ আশরাফ হোসেন | অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অবসর প্রাপ্ত) |
০২ | জনাব তালাত সুলতানা | অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অবসর প্রাপ্ত) |
০৩ | জনাব ড.সৈয়দা শাহনাজ বেগম | অধ্যাপক ও বিভাগীয় প্রধান (বর্তমান) |
০৪ | জনাব তাহমিনা আখতার | অধ্যাপক (ইনসিটু) |
০৫ | জনাব শফিউল আমান খান মজলিশ | সহযোগী অধ্যাপক (বদলীকৃত) |
০৬ | জনাব সালেহা খানম | সহযোগী অধ্যাপক (অবসর প্রাপ্ত) |
০৭ | জনাব রওশন আরা বেগম হ্যাপি | অধ্যাপক (অবসর প্রাপ্ত) |
০৮ | জনাব মোঃ জাকির হোসেন শিকদার | সহযোগী অধ্যাপক (বর্তমান) |
০৯ | জনাব মোহাম্মদ মাহবুবুর নূর | সহকারি অধ্যাপক (বর্তমান) |
১০ | জনাব আইরিন পারভীন | সহকারি অধ্যাপক (বর্তমান) |
১১ | জনাব আতিয়াতুল হাই | সহকারি অধ্যাপক (বর্তমান) |
১২ | জনাব শাফিয়া সুলতানা | সহকারি অধ্যাপক (বর্তমান) |
১৩ | জনাব এ.এইচ.এম. আলিমুজ্জামান | সহকারি অধ্যাপক (বর্তমান) |
বিভাগে কর্মরত কর্মচারীগণের নাম ও পদবী নিম্নে দেওয়া হলো :
ক্রমিক নং | কর্মচারীগণের নাম | পদবী |
---|---|---|
০১ | রুহুল আমিন | সেমিনার সহকারি |
০২ | মাসুম বিল্লাহ | অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর |
০৩ | মোঃ তারা মিয়া | অফিস সহায়ক |