About Political science department

সরকারি তিতুমীর কলেজ বাংলাদেশের ঐতিহ্যবাহী কলেজের মধ্যে অন্যতম একটি কলেজ। বৃহত্তম এই কলেজটি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদ মীর নিসার আলী তিতুমীরের নামানুসারে এর নামকরণ করা হয়। ১৯৬৮ সালের ৭ই মে এই কলেজের যাত্রা শুরু হয়, যেখানে শুরু থেকেই ডিগ্রী কোর্সে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি অন্তর্ভ‚ক্ত ছিল।

মাস্টার্স ভবনের দ্বিতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অবস্থিত। ১৯৯৬ সালে এই বিভাগে অনার্স কোর্স চালু হয়। পরবর্তীতে মাস্টার্স ১ম ও শেষ পর্ব চালু হয়। কলেজের কয়েকটি বড় বিভাগের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অন্যতম একটি বিভাগ।

ক্রমিক নং কোর্স প্রবর্তনের তারিখ আসন সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা
০১ অনার্স ১৯৯৬ ৪৮০ ১৬০০জন
০২ মাস্টার্স শেষ পর্ব ২০০৮-২০০৯ ৪০০ ৩০০ জন
মোট = ১,৯০০জন

শিক্ষকবৃন্দের তথ্য

SL. Name Designation ID E-mail
1 Shipra Rani Mondal Professor & Head Of the Dep. 07539 shipra.r.m66@gmail.com
2 Dr.Musammat Asma Begum Professor 6469 asma6814@gmail.com
3 Dr.Maleka Bilkis Professor 7971 maleka.bilkis@gmail.com
4. Kanij Tahamina Professor 933 kanij.tahmina66@gmail.com
5. Fahmida Akhter Professor 03496 fahakhter@gmail.com
6 S M kamal Uddin Hyder Associate Professor 8827 smkhyder@gmail.com
7 S.M Nasir Uddin Associate Professor 10757 Nasiruddindu1969@gmail.com
8. Fatema Begum Associate Professor 00010586 fatemabegum1922@gmail.com
9. Salma Begum Associate Professor 13219 salma76mukta@gmail.com
10. Anjoman Ara Sultana Assistant Professor 017527 anjopopy1@gmail.com
11. Most. Razia Sultana Assistant Professor 017329 wazedrita@gmail.com
12. Mst.Saima Sultana Assistant Professor 15905 saimasultana271@gmail.com
13. Shafi Mahmud Assistant Professor 16607 Shafimahmud1976@gmail.com
14. Mst. Nasrin Sultana Assistant Professor 016419 Nusrin81sultana@gmail.com
15 Most. Hosney Latifa Begum Assistant Professor 017913 hosneylatifa@gmail.com
16. Samina Rahman Assistant Professor 22634 saminashimu30@gmail.com
17 Monika Rani Das Lecturer 25481 monikadu39@gmail.com
18 Kazi Mohammad Al-Noor Lecturer 25521 alnoor33bcs@gmail.com
19. Elma Akter Eishita Lecturer 25514 elmaeishita@gmail.com

কর্মচারীদের তথ্যঃ

ক্রমিক নং কর্মচারীগণের নাম পদবী
০১ মোঃ ওবায়দুর রহমান সেমিনার সহকারি
০২ মোঃ রাজীব সরদার কম্পিউটার অপারেটর
০৩ মোঃ সাইদুর রহমান অফিস সহায়ক
০৪ রঞ্জিতা রানী দাস অফিস সহায়ক

উল্লিখিত শিক্ষকবৃন্দ নিরলসভাবে এবং অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষার্থীদের পড়াশুনার গুণগত মানোন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ও মাষ্টার্সে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। অনার্স ১ম বর্ষ থেকে মাস্টার্স শেষ পর্ব পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১,৯০০ জন। শিক্ষার্থীদের পড়াশুনার সুবিধার্থে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একটি সমৃদ্ধ সেমিনার কক্ষ রয়েছে, যেখানে বইয়ের সংখ্যা প্রায় ২,০০০। সেমিনারের দায়িত্বে রয়েছেন মোঃ ওবায়দুর রহমান। এই বিভাগের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ফলাফলই নয় বরং সাহিত্য,সংস্কৃতি,খেলাধুলা, বি,এন.সি.সি ও রোভার স্কাউটের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। সর্বোপরি বিভাগের সকল কাজের সহযোগী হিসেবে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে বিভাগের কর্মরত সকল কর্মচারী।