About Political science department
সরকারি তিতুমীর কলেজ বাংলাদেশের ঐতিহ্যবাহী কলেজের মধ্যে অন্যতম একটি কলেজ। বৃহত্তম এই কলেজটি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদ মীর নিসার আলী তিতুমীরের নামানুসারে এর নামকরণ করা হয়। ১৯৬৮ সালের ৭ই মে এই কলেজের যাত্রা শুরু হয়, যেখানে শুরু থেকেই ডিগ্রী কোর্সে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি অন্তর্ভ‚ক্ত ছিল।
মাস্টার্স ভবনের দ্বিতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অবস্থিত। ১৯৯৬ সালে এই বিভাগে অনার্স কোর্স চালু হয়। পরবর্তীতে মাস্টার্স ১ম ও শেষ পর্ব চালু হয়। কলেজের কয়েকটি বড় বিভাগের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অন্যতম একটি বিভাগ।
ক্রমিক নং | কোর্স | প্রবর্তনের তারিখ | আসন সংখ্যা | শিক্ষার্থীর সংখ্যা |
---|---|---|---|---|
০১ | অনার্স | ১৯৯৬ | ৪৮০ | ১৬০০জন |
০২ | মাস্টার্স শেষ পর্ব | ২০০৮-২০০৯ | ৪০০ | ৩০০ জন |
মোট = | ১,৯০০জন |
শিক্ষকবৃন্দের তথ্য
SL. | Name | Designation | ID | |
---|---|---|---|---|
1 | Shipra Rani Mondal | Professor & Head Of the Dep. | 07539 | shipra.r.m66@gmail.com |
2 | Dr.Musammat Asma Begum | Professor | 6469 | asma6814@gmail.com |
3 | Dr.Maleka Bilkis | Professor | 7971 | maleka.bilkis@gmail.com |
4. | Kanij Tahamina | Professor | 933 | kanij.tahmina66@gmail.com |
5. | Fahmida Akhter | Professor | 03496 | fahakhter@gmail.com |
6 | S M kamal Uddin Hyder | Associate Professor | 8827 | smkhyder@gmail.com |
7 | S.M Nasir Uddin | Associate Professor | 10757 | Nasiruddindu1969@gmail.com |
8. | Fatema Begum | Associate Professor | 00010586 | fatemabegum1922@gmail.com |
9. | Salma Begum | Associate Professor | 13219 | salma76mukta@gmail.com |
10. | Anjoman Ara Sultana | Assistant Professor | 017527 | anjopopy1@gmail.com |
11. | Most. Razia Sultana | Assistant Professor | 017329 | wazedrita@gmail.com |
12. | Mst.Saima Sultana | Assistant Professor | 15905 | saimasultana271@gmail.com |
13. | Shafi Mahmud | Assistant Professor | 16607 | Shafimahmud1976@gmail.com |
14. | Mst. Nasrin Sultana | Assistant Professor | 016419 | Nusrin81sultana@gmail.com |
15 | Most. Hosney Latifa Begum | Assistant Professor | 017913 | hosneylatifa@gmail.com |
16. | Samina Rahman | Assistant Professor | 22634 | saminashimu30@gmail.com |
17 | Monika Rani Das | Lecturer | 25481 | monikadu39@gmail.com |
18 | Kazi Mohammad Al-Noor | Lecturer | 25521 | alnoor33bcs@gmail.com |
19. | Elma Akter Eishita | Lecturer | 25514 | elmaeishita@gmail.com |
কর্মচারীদের তথ্যঃ
ক্রমিক নং | কর্মচারীগণের নাম | পদবী |
---|---|---|
০১ | মোঃ ওবায়দুর রহমান | সেমিনার সহকারি |
০২ | মোঃ রাজীব সরদার | কম্পিউটার অপারেটর |
০৩ | মোঃ সাইদুর রহমান | অফিস সহায়ক |
০৪ | রঞ্জিতা রানী দাস | অফিস সহায়ক |
উল্লিখিত শিক্ষকবৃন্দ নিরলসভাবে এবং অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষার্থীদের পড়াশুনার গুণগত মানোন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ও মাষ্টার্সে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। অনার্স ১ম বর্ষ থেকে মাস্টার্স শেষ পর্ব পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১,৯০০ জন। শিক্ষার্থীদের পড়াশুনার সুবিধার্থে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একটি সমৃদ্ধ সেমিনার কক্ষ রয়েছে, যেখানে বইয়ের সংখ্যা প্রায় ২,০০০। সেমিনারের দায়িত্বে রয়েছেন মোঃ ওবায়দুর রহমান। এই বিভাগের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ফলাফলই নয় বরং সাহিত্য,সংস্কৃতি,খেলাধুলা, বি,এন.সি.সি ও রোভার স্কাউটের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। সর্বোপরি বিভাগের সকল কাজের সহযোগী হিসেবে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে বিভাগের কর্মরত সকল কর্মচারী।