Message from the Department Head
ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এর মূল লক্ষ্য একবিংশ শতাব্দীতে বাংলাদেশকে একটি তথ্য প্রযুক্তি নির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। সে উদ্দেশ্যকে সামনে রেখে সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগ শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির সংযোজন করে শিক্ষার্থীদের বিশ্বমানব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে দর্শন বিভাগ মাল্টিমিডিয়ার মাধ্যমে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও নিয়মিতভাবে শিক্ষার্থীদের মধ্যে জীবন ঘনিষ্ট এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মতো চলচিত্র ও তথ্যচিত্র প্রদর্শন করে আসছে। ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের যে পদক্ষেপ তা পূরণে স্মার্ট ভবিষ্যৎ প্রজন্ম গড়ার জন্য দর্শন বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে।
অধ্যক্ষ মহোদয় কর্তৃক সরকারি তিতুমীর কলেজের ওয়েবসাইট আধুনিকীকরণের এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। এটি অত্যন্ত সমযোপযোগী, গঠনমূলক পদক্ষেপ।