About Philosophy department
ঐতহ্যিবাহী দর্শন বিভাগ সরকারি তিতুমীর কলজেরে একটি অন্যতম গুরুত্বর্পূণ বিভাগ। ১৯৯৮ সালে স্নাতক সম্মান কোর্সের গোড়াপত্তন হওয়া এই বিভাগে স্নাতকোত্তর শেষ র্পব কোর্সটি চালু হয় ২০০১ সালে। জগৎ ও জীবন সর্ম্পকে জিজ্ঞাসা থেকেই প্রায় আড়াই হাজার বছর র্পূবে সুদূর গ্রীসে দর্শনের উদ্ভব। জ্ঞান, বজ্ঞিান ও মানব সভ্যতার বিবর্তনে যুগান্তকারী অবদান রাখা এই বিদ্যায় প্রতিনিয়ত আলোকিত হচ্ছে বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সংখ্যা :
অনার্স : অনার্স ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১০১৩ জন
মাস্টার্স: মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীর সংখ্যা ২১৭ জন
মোট আসন সংখ্যা :
অনার্স ১ম বর্ষ : ৩২০ জন।
মাস্টার্স শেষ পর্ব : ৩২০ জন।
সহশিক্ষা কার্যক্রমের বিবরণী :
এই বিভাগের শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষতা সাধনের লক্ষ্যে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীদের উজ্জীবিত করার জন্য শিক্ষক শিক্ষার্থীর সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বিভাগের শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে থাকে। এ ছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন সাংগঠনিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে সংক্রিয়ভাবে যুক্ত থাকে।
অধ্যক্ষ মহোদয় র্কতৃক সরকারি ততিুমীর কলজেরে ওয়বেসাইট আধুনকিীকরণরে এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। এটি অত্যন্ত সমযোপযোগী, গঠনমূলক পদক্ষপে।