Message from the Department Head

‘জ্ঞানই শক্তি’ এরই আলোকে ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজের বানিজ্য অনুষদের মার্কেটিং বিভাগ জ্ঞানকে শক্তির রূপ দিতে নিরলস ভাবে এগিয়ে যাচ্ছে। প্রকৃত উন্নয়নের প্রধান সোপান হচ্ছে শিক্ষা। তাই দেশের ও সমাজের প্রকৃত উন্নয়নকে অব্যাহত রাখতে সমাজ হতে কুসংস্কার, অন্যায়-অবিচার এবং একটি সুখী সমৃদ্ধ দূর্ণীতি মুক্ত সমাজ গঠনে মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিরলস কাজ করছে।

আমি আশা করবো এই চেষ্টা যেন সর্বদা অব্যাহত থাকে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তৈরিতে এবং বর্তমান সরকারের যে স্মার্ট বাংলাদেশর তৈরির স্বপ্নকে আমরা সকলে মিলে কাজ করবো।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে প্রশিক্ষিত হয়ে জ্ঞানানুশীলন ও মুক্তবুদ্ধির বিকাশ করবে। আগামীর পথে দৃপ্ত পদক্ষেপে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে এই আশাবাদ সর্বদাই বুকে ধারন করছি।