About Marketing Department
ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজের ব্যবসায় শিক্ষা অনুষদের অন্যতম একটি বিভাগ ‘মার্কেটিং’। ১০.০২.২০০৫ইং হতে অনার্স ও ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষ হতে মাস্টার্স কোর্স প্রবর্তন হয়ে আসছে। এই বিভাগে ১টি অধ্যাপক, ২টি সহযোগী অধ্যাপক, ২টি সহকারী অধ্যাপক এবং ৩টি প্রভাষকের পদ রয়েছে। বিভাগে অনার্স ও মাস্টার্সে আসন সংখ্যা যথাক্রমে ১২৮০ জন এবং ৫৫০ জন। সহশিক্ষা কার্যক্রমে যেমনঃ খেলাধুলা, অভিনয়, বিতর্ক, চিত্রাঙ্কন, স্কাউটিং, বিজ্ঞান ও প্রযুক্তিসহ ইত্যাদিতে বিভিন্ন সময়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বিভিন্ন পুরষ্কার বয়ে আনছে। এছাড়া বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসগুলোতে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সর্বোপরি একজন আদর্শ নাগরিক তৈরিতে সরকারি তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগ নিরলস ভাবে কাজ করে আসছে। যার ফলে এই বিভাগ হতে নিজেদের প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সফলতার প্রমাণ দিয়ে আসছে। ভবিষ্যতে আরও দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে আরও বহু শিক্ষার্থী গড়ে উঠবে এই সংকল্পে বিভাগের সকল শিক্ষক প্রত্যয়ী।