About Islamic Studies department

ইসলামিক স্টাডিজ বিভাগ সরকারি তিতুমীর কলেজের একটি ঐতিহ্যবাহী বিভাগ। ইসলামী শিক্ষা ও সংস্কৃতি চর্চার ধারক-বাহক হিসেবে এ বিভাগটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। শিক্ষার্থীদের মাঝে ইসলামের আদর্শ পাঠদান ও বাস্তবায়নে এ বিভাগের ভূমিকা অনম্বীকার্য। ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষ থেকে এ বিভাগে চার বছর মেয়াদী স্নাতক কোর্স এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে এক বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স চালু করা হয়। শুরু থেকেই এটি ইসলামী শিক্ষার জ্ঞানদান, চর্চা ও পরিপালনে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলছে। এই বিভাগে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জনের অধিক। বিভাগটিতে একটি সেমিনার কক্ষ রয়েছে। ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার বিষয়ে সেমিনার কক্ষে অনেক গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক তথ্যসমৃদ্ধ ও দুর্লভ বই রয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা সকল ধরণের পাঠাগার সুবিধা পেয়ে থাকে।

ইসলামিক স্টাডিজ বিভাগে রয়েছে একদল অসাধারণ গুণসম্পন্ন মেধাবী শিক্ষক যারা শিক্ষার্থীদের কল্যাণে দৃঢ় প্রতিজ্ঞ। কুরআন, হাদিস, ফিকহ, তাফসীর, উসুলুল হাদিস ও ফিকহ, ইসলামের ইতিহাস ও সিরাত সাহিত্যের পাশাপাশি ইসলামী অর্থব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা, ব্যাংকিং ও বীমা, ইসলামে মানবাধিকার, ইসলামী দর্শন, উমাইয়া-আব্বাসীয় খিলাফতের ইতিহাস-ঐতিহ্য-অবদান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ইংরেজি, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য প্রভৃতি বিষয় এ বিভাগে পড়ানো হয়।

একাডেমিক পড়াশুনার বাইরে এ বিভাগের শিক্ষার্থীরা সারাবছর জুড়ে আন্তঃক্রীড়া, বহিঃক্রীড়া-সহ সাংস্কৃতিক নানা কর্মকান্ডে অংশগ্রহণ করে। এছাড়া রোভার, বিএনসিসি, বাঁধন এর ন্যায় স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি সরকারি তিতুমীর কলেজে পরিচালিত নানাবিধ ক্লাব এর সাথে এ বিভাগের শিক্ষার্থীদের সম্পৃক্ততা রয়েছে। প্রতিবছর শিক্ষকদের তত্ত্বাবধানে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন করা হয়। বিভাগের গৌরবদীপ্ত পথচলা ও সমৃদ্ধির পেছনে রয়েছে সাবেক ও বর্তমান গুণী শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, দিক নির্দেশনা এবং সর্বাত্মক সহযোগিতা। বর্তমানে কর্মরত শিক্ষকবৃন্দের আন্তরিক সাহচর্যে শিক্ষার্থীরা সামাজিক ও জাতীয় জীবনে আলোকিত মানুষ হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এটাই প্রত্যাশা।