Message from the Department Head
সরকারি তিতুমীর কলেজের ইতিহাস বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ এই বিভাগে সম্মান কোর্স চালু হয় ১৯৯৭ – ১৯৯৮ শিক্ষাবর্ষ থেকে। মাস্টার্স শেষ পর্ব চালু হয় ২০০০ – ২০০১ শিক্ষাবর্ষ থেকে। বর্তমানে ইতিহাস বিভাগে সম্মান কোর্র্সে ২০০ টি আসন এবং মাস্টার্স শেষ পর্বে ২০০ টি আসন আছে। অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স শেষ পর্ব পর্যন্ত সর্বমোট ৯৭০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। বিভাগে বিভাগীয় প্রধান অধ্যাপক সাবিনা ইসমাৎ এর নেতৃত্বে ১৩ জন শিক্ষক বিভাগে পাঠদানে নিয়োজিত আছেন। নিয়মিত পাঠদানের পাশাপাশি বিভাগে সহশিক্ষা কার্যক্রম চালু আছে। জাতীয় দিবস পালন, এছাড়া বিভাগের ছাত্র-ছাত্রীরা স্কাউটিং, আবৃত্তি, বিতর্ক, লেখালেখিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সংযুক্ত।