About Geography department
প্রথম পর্যায় ১০/০৪/২০১২ ইং তারিখে শিক্ষামন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর তৎকালীন অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা হাফিজ ভূগোল ও পরিবেশ সহ আরও ৩টি বিষয়ে অনার্স কোর্স চালুর জন্য আবেদন করেন। শিক্ষামন্ত্রণালয় ১৭/০৯/২০১২ ইং তারিখে পরিসংখ্যান ও আইন বিষয়ে স্নাতক সম্মান কোর্স খোলার অনুমোদন দেয়। এর পর অধ্যক্ষ ড. দিলারা হাফিজ ১৮/১১/২০১২ ইং তারিখে ৪র্থ বিষয়ের অধিভুক্ত ফি জমা দিয়ে পরিদর্শক জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর অধিভূক্তির জন্য আবেদন করেন। এরপর ২০১২ সালের ডিসেম্বর থেকে জনাব মু. আবু জাফর (সহযোগী অধ্যাপক) বিষয়টি যাতে খোলা হয় এজন্য যোগাযোগ করেন। কিন্তু মুঃ আবু জাফর ২০১২ হতে ২০১৪ সাল পর্যন্ত যোগাযোগ অব্যাহত রাখেন। এর পর ২০১৪ সালে প্রফেসর মাহফুজা হক দুই মাসের জন্য সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হয়ে আসেন। তখন জনাব মু. আবু জাফর যোগাযোগ করলে অধ্যক্ষ রাজি হয় এবং সমস্ত কাগজপত্র রেডি করতে বলেন। সেই মোতাবেক প্রায় ১৫/২০ দিন ধরে মুঃ আবু জাফর ১৩ জন শিক্ষক (পূর্ণকালীন ৩ জন অতিরিক্ত খন্ডকালীন ১০ জন) শিক্ষক তাদের ব্যাক্তিগত বায়োডাটা তৈরী করে এর সমস্ত কলেজের অনুমতি পত্র সহ অধ্যক্ষ বরাবর নিয়োগ পত্রের আবেদন করেন। অধ্যক্ষ ১৩ জনকে ২৮/১২/২০১৪ তে নিয়োগ দেন। প্রফেসর কামরুন নাহার এর নেতৃত্বে ১৩ জন শিক্ষক ২৮/১২/২০১৪ ইং তারিখে মহাপরিচালক বরাবর খন্ডকালীন শিক্ষকদের পাঠদানের অনুমতির জন্য আবেদন করা হয় এবং মহাপরিচালক মহোদয় প্রফেসর ফাহিমা খাতুন ১৩/০১/২০১৫ ইং তারিখে স্বারক নং ওএম/৪৬ ডি-১/২০৭৩/৬১৯/৭ অনুমোদন দেয় সংঙ্গে পরিসংখ্যান থাকে। অন্যদিকে অধ্যক্ষ প্রফেসর মাহফুজা হক কর্তৃক ৪টি বিষয়ের অতিরিক্ত অধিভূক্তি ফি সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক বরাবর অধিভূক্তি জন্য আবার আবেদন করেন। তৎকালীন জাতীয় বিশ্বদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নোমানুর রশিদ স্যার এই ব্যাপারে যথেষ্ট সহয়তা করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় চিঠি পাঠায় কলেজে। তৎকালীন অধ্যক্ষ প্রফেসর আবু হায়দার নাছের স্যার ১১/০৩/২০১৫ ইং তারিখে পদসৃষ্টি ও শিক্ষক তালিকা প্রেরণ করে চিঠির জবাব দেন। এর পরিপ্রেক্ষিতে প্রফেসর ড. নাজেম স্যার ও প্রফেসর নুরুল ইসলাম পরিদর্শনের দায়িত্ব দিয়ে চিঠি দেন। অধ্যক্ষ প্রফেসর আবু হায়দার আহমেদ নাছের স্যার পরিদর্শনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। তৎকালীন পরিকর্শক প্রফেসর ইলিয়াসউদ্দীন পরিদর্শনের পরিপ্রক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় সন্তুষ্ট হয়ে ১৩/০৮/২০১৫ ইং তারিখে ভূগোল ও পরিবেশ বিভাগ স্বারক নং-০৭ (ঢ-০৬৪)/জাতীয় বিঃ/কঃপঃ/২১৪৭ ৫০ জন ২০১৫-১৬ সেশনে অনার্সে ১ম বর্ষে ভর্তির অনুমোদন দেয়। শুরু হয় ভূগোল ও পরিবেশ বিভাগের পথ চলা। এ পরিপ্রেক্ষিতে ০৭/০৯/২০১৫ ইং তারিখে অধ্যক্ষ মহোদয় শিক্ষক চাহিদা দেয় শিক্ষামন্ত্রণালয়। তার ধারাবাহিকতায় জনাব নাহিদ সুলতানাকে মন্ত্রণালয় প্রথম পদায়ণ করেন। পরে জনাব মাহবুবা খান ও জনাব মু. আবু জাফরকে পদায়ণ দেওয়া হয়। বর্তমানে মোট ০৮ (আট) জন শিক্ষক কর্মরত আছেন।