Message from the Department Head

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি সরকারি তিতুমীর কলেজর ডবনংরঃব তৈরীর মতো উদ্যোগের জন্য প্রথমেই আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। কেননা এই কলেজের অংশ হিসেবে এবং অর্থনীতির শিক্ষক হিসেবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার সাথে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার বাংলাদেশে বাড়ছে শিক্ষিত ও দক্ষ জনবল। সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা সেই ধারায় অংগ্রহণ করছে, যা সুস্থ ও সমৃদ্ধ দেশ ও সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে মেলবন্ধন, তারই ফলশ্রুতি হলো ভালো ফলাফল ও ননএকাডেমিক কার্যক্রমে ঈষণীয় পর্যায়ে উত্তরণ। এ বিভাগের সম্মান ও ¯œাতোত্তর শ্রেণির ফলাফল কলেজটিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখছে। তাছাড়া দক্ষ ও নিবেদিত প্রাণ শিক্ষকবৃন্দ জ্ঞান চর্চায় প্রেরণা জুগিয়ে চলছে, যা বিভাগটিকে মর্যাদাপূর্ণ করে তুলছে।
আমি এই বিভাগের প্রাণ শিক্ষার্থীদের তথা ঐতিহ্যবাহী কলেজটির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি।