About Economics Department
সরকারি তিতুমীর কলেজে ১৯৯৩ সাল থেকে অর্থনীতি বিভাগের যাত্রা শুরু হয়। বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকেই ১৯৯৩-১৯৯৪ শিক্ষাবর্ষে অনার্স প্রোগ্রাম চালু হয়। পরবর্তীতে ২০০০-২০০১ শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে মাস্টার্স প্রোগ্রাম সংযোজিত হয়। বর্তমানে বিভাগটিতে অনার্স প্রোগ্রামের বিভিন্ন বর্ষে মোট ১৬৪৮ জন এবং মাস্টার্স প্রোগ্রামে ২০৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এ বিভাগে মোট ১১ জন শিক্ষক কর্মরত আছেন। এদের মধ্যে পাঁচজন প্রফেসর, একজন সহযোগী অধ্যাপক, তিনজন সহকারী অধ্যাপক ও দুইজন প্রভাষক রয়েছেন। বিভাগটিতে একজন সেমিনার সহকারী ও তিনজন অফিস সহায়ক কর্মরত আছেন। মোট চারটি শ্রেণিকক্ষে বিভাগটির শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষকবৃন্দের জন্য একটি শিক্ষক কক্ষ ও বিভাগীয় প্রধানের কার্যালয়ের জন্য পৃথক একটি কক্ষ রয়েছে। বিভাগের একটি সমৃদ্ধ লাইব্রেরি ও সেমিনার কক্ষ রয়েছে। লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। পাঠ্যবইয়ের পাশাপাশি অর্থনীতির ক্লাসিক গ্রন্থসহ জ্ঞানের সম্পর্কিত অন্যান্য শাখার গুরুত্বপূর্ণ গ্রন্থ এতে সংযোজিত রয়েছে। বিভাগে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য সুপেয় পানি ও পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা রয়েছে।
বিভাগের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভাগের শিক্ষকবৃন্দের সমন্বয়ে অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের সেশনভিত্তিক পৃথক পৃথক কমিটি কাজ করে থাকে। এছাড়া একাডেমিক কার্যক্রমের সহায়ক হিসেবে রুটিন কমিটি, সিলেবাস কমিটি, সেমিনার কমিটি, শিক্ষার্থী উপদেষ্টা পর্ষদ, এবং একাডেমিক ও অন্যান্য কার্যক্রম মূল্যায়ন কমিটি কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিতকল্পে দেয়ালিকা, সাহিত্য ও সংস্কৃতি, ও পরিষ্কার পরিচ্ছন্নতা কমিটি দায়িত্বরত। বিভাগের ক্রয়, হিসাব ও নিরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রয়েছে ক্রয় কমিটি ও অডিট কমিটি।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা প্রায় প্রতিবছরই ঢাকা বিশ^বিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের মধ্যে একাডেমিক ফলাফলের দিক থেকে অনন্য স্বাক্ষর রেখে চলেছে। এছাড়া এ বিভাগ থেকে অধ্যয়ন শেষ করে বহু শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য উন্নত বিশে^র বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত আছে। কলেজের ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিকসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে বিভাগের শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে আসছে। সেই সাথে শুদ্ধাচারের চর্চায়ও তাদের দৃপ্ত অংশগ্রহণ লক্ষণীয়।