About Economics Department

সরকারি তিতুমীর কলেজে ১৯৯৩ সাল থেকে অর্থনীতি বিভাগের যাত্রা শুরু হয়। বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকেই ১৯৯৩-১৯৯৪ শিক্ষাবর্ষে অনার্স প্রোগ্রাম চালু হয়। পরবর্তীতে ২০০০-২০০১ শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে মাস্টার্স প্রোগ্রাম সংযোজিত হয়। বর্তমানে বিভাগটিতে অনার্স প্রোগ্রামের বিভিন্ন বর্ষে মোট ১৬৪৮ জন এবং মাস্টার্স প্রোগ্রামে ২০৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এ বিভাগে মোট ১১ জন শিক্ষক কর্মরত আছেন। এদের মধ্যে পাঁচজন প্রফেসর, একজন সহযোগী অধ্যাপক, তিনজন সহকারী অধ্যাপক ও দুইজন প্রভাষক রয়েছেন। বিভাগটিতে একজন সেমিনার সহকারী ও তিনজন অফিস সহায়ক কর্মরত আছেন। মোট চারটি শ্রেণিকক্ষে বিভাগটির শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষকবৃন্দের জন্য একটি শিক্ষক কক্ষ ও বিভাগীয় প্রধানের কার্যালয়ের জন্য পৃথক একটি কক্ষ রয়েছে। বিভাগের একটি সমৃদ্ধ লাইব্রেরি ও সেমিনার কক্ষ রয়েছে।

Message from the Department Head

Facts And Figures

0

Students

0

Teachers

0

Office Staff

0

Areas

News & Events