Message from the Department Head

আমি ২০০৯ সনের সেপ্টেম্বর থেকে অদ্যবদি এই বিভাগে কর্মরত আছি । ২০১৭ সালে ২০ আগস্ট অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ার পূর্ব-পর্যন্ত একাধিকবার বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছি । বিভাগের শ্রেণী পাঠদানে দক্ষ ও কর্মঠ একগুচ্ছ শিক্ষক দ্বারা বিভাগের শিক্ষা কার্যক্রম চালু আছে । বিজ্ঞানের অত্যন্ত মনোগ্রাহী বিষয় হওয়ায় রসায়ন বিষয়টি শিক্ষার্থীদের কাছে পছন্দ তালিকায় ১ম সারিতে অবস্থান করে । ফলে তুলনামূলক ভালোমানের শিক্ষার্থীরাই কেবল রসায়ন বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় । সে কারণে বিভাগের ফলাফলে ভালো করার বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ । শিক্ষকদের সহায়তায় একাজটি যথাযথ ভাবেই আমরা করে যাচ্ছি । প্রায়শঃই ৭ কলেজের মধ্যে আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের সে প্রয়াসকে বাস্তবে রূপ দেয় -যা একজন শিক্ষক হিসেবে আমার জন্য গৌরবের । সর্বোপরি আমি বিভাগের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি ।