About Chemistry Department

১৯৬৮ সনে পাকিস্তান সরকার কর্তৃক গৃহিত এক সিদ্ধান্তের মাধ্যমে, সরকার বিরোধী ছাত্র আন্দোলন রহিতকল্পে তৎকালীন জগন্নাথ কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মহাখালীর ডি আই টি খাদ্য গুদামে রাতারাতি গড়ে ওঠা জিন্নাহ কলেজ-ই পরবর্তীতে ১৯৭১ সালে বাংলার দামাল ছেলেদের হাত ধরে তিতুমীর কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে । প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজে রসায়ন বিষয়ে পাঠদান করা হ’ত । পরবর্তীতে স্বাধীনতা লাভের অব্যাবহিত পরেই ১৯৭২ সনের ২১ মে তারিখে ঢাকা  বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা ও রসায়ন বিষয় দু’টি স্নাতক সম্মান কোর্স পাঠদানের অনুমোদন লাভ করে । ১৯৯১ সাল থেকে একই বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়ন বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে পাঠদান শুরু হয় । তৎপরবর্তীতে ১৯৯২ সালে বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালাভ করায় দেশের অন্যান্য কলেজের ন্যায় সরকারি তিতুমীর কলেজ-ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় । সময়ের পরিক্রমায় ও শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার ঢাকা শহরের ৭টি সরকারি কলেজকে পূণরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভূক্তির সিদ্ধান্ত গ্রহণ করেন । এই সিদ্ধান্তের আলোকে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারী তারিখ থেকে রসায়ন বিভাগ পূণরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ।

বর্তমানে বিভাগে কর্মরত শিক্ষক : ১২ জন ।
অধ্যায়নরত শিক্ষার্থী
স্নাতক সম্মান শ্রেণী : ৮৫০ জন
মাস্টার্স শেষপর্ব : ১২৬ জন
শ্রেণীকক্ষ : ৫ টি
ল্যাবরেটরি : ৩ টি
সেমিনার লাইব্রেরী : ১টি