Message from the Department Head

শিক্ষা হলো ব্যক্তি ও সমাজের সুস্থিতি সুরক্ষা ও উন্নয়নের অন্যতম অবিরাম প্রচেষ্টা। সমাজ ও ব্যক্তিকে সর্বদাই নানারকম বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এ থেকে উত্তরণের জন্য মানুষ তার সময়ের শিক্ষা ও প্রযুক্তি ব্যবহার করে এসেছে। বর্তমান সমাজও এর ব্যক্তিক্রম নয়। বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারের অভিযাত্রায় সরকারি তিতুমীর কলেজ এক অনন্য ও পথিকৃত প্রতিষ্ঠান। জাতির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরন্তর ভূমিকা রেখে চলেছে। অত্র কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগটি একাডেমিক ও অন্যান্য সকল ক্ষেত্রে সুখ্যাতি অর্জনের কারণে একটি উজ্জ্বল অবস্থান সৃষ্টি করেছে। উদ্ভিদবিজ্ঞান বিভাগের ক্লাসগুলি আকর্ষণীয় ও ফলপ্রসু করার জন্য বিভাগের নিজস্ব উদ্যোগে প্রতিটি শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়া সহ আধুনিক সাউন্ডসিষ্টেম আছে। বিভাগের তত্ত্বাবধানে একটি সংরক্ষিত বাগান আছে। যেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বর্তমান। বাগানে জলজ উদ্ভিদের জন্য একটি চৌবাচ্চা আছে। উদ্ভিদ বৈচিত্র সম্পর্কে জানতে এবং ব্যবহারিক ক্লাসের জ্ঞানকে পরিপূর্ণভাবে আহরনের জন্য প্রতি বর্ষের শিক্ষার্থীদেরকে সিলেবাসের অন্তর্ভূক্ত বাধ্যতামুলক শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয় । প্রতিবছর এ বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মেধাস্থান অধিকার করে এবং অনেকেই সরকারি, বেসরকারী বিভিন্ন সংস্থায় চাকুরীতে যোগদান করে । দেশের অনেক মনীষী, পণ্ডিত ও কৃতবিদ্য শিক্ষক যেমন প্রতিষ্ঠানটি আলোকিত করেছেন, তেমনি এখানকার শিক্ষার্থীদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রেখেছেন কৃতীর স্বাক্ষর।