About Botany Department

সরকারি তিতুমীর কলেজ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজে প্রতিষ্ঠার শুরুর দিকে দিকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত চালু থাকলেও পরবর্তীতে উচ্চ শিক্ষার কথা বিবেচনা করে এবং চাহিদা অনুসারে এখন শুধু স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিসমূহ চালু আছে। এর ধারাবাহিকতায় উদ্ভিদবিজ্ঞান বিভাগে  1994-1995  সাল থেকে বি. এস-সি (অনার্স ) ও 1994-1995 সাল থেকে মাষ্টার্স কোর্স  চালু হয় । উদ্ভিদবিজ্ঞান বিভাগটি কলেজের বিজ্ঞান ভবন (পুরাতন) এর  দোতলায়  (কক্ষ নং- 1201) অবস্থিত । বর্তমানে এই বিভাগে অনার্স বিভিন্ন বর্ষে   প্রায় 750 জন, মাষ্টার্স ১ম পর্বে 15 জন এবং মাষ্টার্স শেষ পর্বে 100 জন শিক্ষার্থী ভর্তি আছে । এই বিভাগে মাল্টিমিডিয়া ও আধুনিক সাউন্ডসিষ্টেমসহ ৪টি শ্রেণিকক্ষ, ২টি ল্যাব ও ১টি সেমিনার কক্ষ রয়েছে । প্রায় 12০০টির ও বেশী পাঠ্যবই, জার্নাল, পাবলিকেশন এবং মুক্তিযুদ্ব সম্পর্কিত বইয়ে সেমিনারটি সমৃদ্ধ। এছাড়াও এই বিভাগে একটি শিক্ষকবৃন্দের, একটি স্টোররূম ও একটি বিভাগীয় প্রধানের কক্ষ রয়েছে। উদ্ভিদ বিজ্ঞান বিভাগটি কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট সুবিধা ও প্রজেক্টর- এই সকল আধুনিক ডিভাইসে সজ্জিত। শিক্ষকরা এইসব ডিভাইস শিক্ষার্থীদের পাঠদানে ব্যবহার করে থাকেন। বিভাগের সকল  শিক্ষক  দক্ষ , অভিজ্ঞ ও  যোগ্যতাসম্পন্ন এবং  সুষ্ঠুভাবে পাঠদান ও বিভিন্ন গবেষনা কাজে জড়িত। বর্তমানে ১2 জন শিক্ষক এই বিভাগের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে নিয়োজিত। শিক্ষাদান প্রক্রিয়া অধিক ফলপ্রসু করার জন্য  শিক্ষকগণ ডিজিটাল ও মাল্টিমিডিয়া পদ্ধতি ব্যবহার করেন ।