Message from the Department Head
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন প্রফেসর কামরুন নাহার। তিনি ১৯৮২ সালে কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এসএসসি এবং ১৯৮৪ সালে কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এইচএসসি পাশ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ(সম্মান) এবং এমএ ডিগ্রি লাভ করেন।প্রফেসর কামরুন নাহার ১৪’শ বিসিএস এর মাধ্যমে ১৯৯৩ সালে বিসিএস(সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেন। ২০০১ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০০৬ সালে সহযোগী অধ্যাপক পদে এবং ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ০৬ এপ্রিল, ২০১৬ তারিখে সরকারি তিতুমীর কলেজের বিভাগীয় প্রধান হিসাবে যোগদান করেন। তাঁর গতিশীল নেতৃত্বে বিভাগের শ্রেণি শিক্ষা কার্যক্রম ও অন্যান্ন কার্যক্রম সুন্দর ও সাবলীল ভাবে চলছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক আগামী বিনির্মাণে তিনি নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। তিনি সরকারি তিতুমীর কলেজের ২০তম শিক্ষক পরিষদের (২০১৮-১৯) নির্বাচিত সাধারণ সম্পাদক।
সরকারি তিতুমীর কলেজের বিভাগীয় প্রধানের দায়িত্বের পাশাপাশি তিনি কলেজের বহুবিধ সহশিক্ষা কার্যক্রমের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি স্বেচ্ছা রক্তদাতাদের সংগঠন “বাঁধন” এর তিতুমীর কলেজ শাখার প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন।“বাঁধন” এর কর্মীরা গড়ে প্রতিমাসে প্রায় দুইশত ব্যাগ রক্ত বিনামূল্যে দুঃস্থ, অসহায় ও মুমূর্ষু রোগীদের দান করে। পড়াশোনার পাশাপাশি আর্তমানবতার সেবায় তাদের এই কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়ে আসছে। তিনি একজন রোভার এবং রোভার স্কাউটের ২৯২ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পূর্ণ করেছেন। তিনি তিতুমীর কলেজের বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং প্রতিষ্ঠাকালীন প্রধান মর্ডারেটর হিসাবে দায়িত্ব পালন করেছেন। ব্যাক্তিগত জীবনে প্রফেসর কামরুন নাহার বিবাহিত এবং তিন সন্তানের জননী। তাঁর স্বামী একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা। তাঁর দুই কন্যার একজন বিসিএস(পররাষ্ট্র) এবং একজন বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত। একপুত্র বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা।