গ্রন্থপাঠ কার্যক্রম এর শুভ উদ্বোধন

গ্রন্থপাঠ কার্যক্রম এর শুভ উদ্বোধন

সরকারি তিতুমীর কলেজ এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ আয়োজনে ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম এর উদ্বোধন ও বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কলেজের শহীদ বরকত মিলনাযতনে।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্যদিয়ে সকাল ১১ টায় অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান, প্রাক্তন সদস্য পিএসসি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জনাব মিনার মনসুর, পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র; প্রফেসর মো: মহিউদ্দিন, উপাধ্যক্ষ, সরকারি তিতুমীর কলেজ; প্রফেসর মালেকা আক্তার বানু, সম্পাদক শিক্ষক পরিষদ সরকারি তিতুমীর কলেজ; প্রফেসর আলেয়া আকতার, আহ্বায়ক, গ্রন্থপাঠ ও প্রতিযোগিতা কমিটি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি, বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ শাখার সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোরল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীরনী গ্রন্থটি ২২ টি বিভাগের ২২০ জন শিক্ষার্থী মাসব্যাপী পাঠ করবে। একটি মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে ২০ জন শিক্ষার্থীকে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।