‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
বঙ্গবন্ধুর অসামান্য কীর্তি ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা দীপু মনি, এমপি।
জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে ঢাকা বিভাগের গ্রন্থপাঠ কার্যক্রমের জন্য সরকারি তিতুমীর কলেজকে মনোনীত করা হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনায় গত ৬ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ পাঠ প্রতিযোগিতার উদ্বোধন ও বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৬সেপ্টেম্বর গ্রন্থপাঠ কার্যক্রমের মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমে সরকারি তিতুমীর কলেজের ২২ টি বিভাগের ২২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ।পরবর্তীতে মূল্যায়ন পরীক্ষায় তাদের মধ্য থেকে ২১ জনকে আজ ২৪ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনির উপস্থিতিতে পুরস্কৃত করা হয় । কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব মিনার মনসুর এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির আহবায়ক প্রফেসর আলেয়া আকতার, কলেজে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু ,বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি মোঃ রিপন মিয়া ও সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল মোড়ল ।